মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে আজ (১৩ জানুয়ারি) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাইটস যশোরের উদ্যোগে ও ইউএসএইড এবং উইনরক ইন্টারন্যাশনালের এফএসটিআইপি প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই সভায় অংশ নেন ইনস্টিটিউটের ৩৯ জন শিক্ষক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর রফিকুল ইসলাম।
রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সভায় আরও বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, রোকসানা আক্তার, সিরাজুল ইসলাম, সাহিদা খানম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আধুনিক যুগে মানব পাচারের পদ্ধতি দ্রুত পরিবর্তন হচ্ছে। পাচারকারীরা নতুন নতুন কৌশল নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানব পাচার প্রতিরোধে সঠিক তথ্য প্রদানের গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, মানব পাচার রোধে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং পাচারকারীদের চিহ্নিত করে সমাজের সামনে আনা জরুরি। এই প্রচেষ্টায় নিউজ মিডিয়া ও সোশ্যাল মিডিয়াকে কার্যকরভাবে কাজে লাগানোর সুপারিশ করেন অংশগ্রহণকারীরা।
সভায় মানব পাচার প্রতিরোধে আইনের প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, মানুষকে প্রতারণা ও পাচারের হাত থেকে রক্ষা করতে হলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থাও অপরিহার্য।







