Friday, December 5, 2025

বিপিএল ইতিহাসে রেকর্ডবুক কাঁপালো লিটন-তানজিদের ব্যাটিং তাণ্ডব!

টানা ছয় ম্যাচে হার। ঢাকা ক্যাপিটালসের এমন ব্যর্থতা যেন তাদের আত্মবিশ্বাসই শেষ করে দিয়েছিল। কিন্তু সপ্তম ম্যাচে এসে যেন অন্য এক চেহারায় হাজির হলো দলটি। দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে এক অবিশ্বাস্য ইতিহাস গড়লো লিটন দাস ও তানজিদ হাসান তামিম।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২৫৪ রান। বিপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ দলীয় স্কোর। এতদিন এই রেকর্ড ছিল ২০১৯ সালে রংপুর রাইডার্সের করা ২৩৯ রানের। রাজশাহীর জন্য এই পাহাড় সমান লক্ষ্য টপকানো তো দূরের কথা, এটি করতে হলে তাদের ভাঙতে হবে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

জাতীয় দলে বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন লিটন দাস। তবে বিপিএলে মাঠে নেমেই যেন তার ব্যাটে ক্ষোভ ঝরে পড়লো। ৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্যারিয়ারে শতকের স্বাদ পেলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ শেষ করলেন ১২৫ রানে অপরাজিত থেকে।

সেঞ্চুরির পথে লিটন মেরেছেন ৭টি ছক্কা ও ৮টি চারের দুর্দান্ত প্রদর্শনী। তার এই ইনিংস বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, যা ভাগাভাগি করছেন কিংবদন্তি ক্রিস গেইলের সঙ্গে। ২০১২ সালে গেইলও ৪৪ বলেই সেঞ্চুরি করেছিলেন। দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন আহমেদ শেহজাদ, ৪০ বলে তার সেঞ্চুরি এসেছিল একই বছর।

আরেক ওপেনার তানজিদ তামিমও দেখালেন ক্লাসিক ইনিংসের উদাহরণ। ১০৮ রানের দারুণ ইনিংস খেলে তিনি বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একাধিক শতক করার কীর্তি এতদিন ছিল শুধু তামিম ইকবালের। আজ সেই তালিকায় যোগ হলো তানজিদের নাম।

লিটন ও তানজিদের ২৪১ রানের উদ্বোধনী জুটি ভেঙেছে বিপিএলের সর্বোচ্চ রানের জুটির পুরনো রেকর্ড। ২০১৭ সালে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল ২০১ রানের জুটি গড়েছিলেন। আজ সেই রেকর্ড অনেকটাই পেছনে ফেলেছেন ঢাকার দুই ওপেনার।

টানা ছয় ম্যাচ হেরে নকআউটের স্বপ্ন ফিকে হয়ে যাওয়া ঢাকার জন্য এ জয় শুধু আত্মবিশ্বাস ফিরে পাওয়ার নয়, নিজেদের ফিরে পাওয়ার বার্তাও। রাজশাহী হয়তো এদিন বড় লক্ষ্য তাড়া করতে পারবে না, কিন্তু ঢাকার এই ম্যাচে যে ঝড় উঠেছে, তা বিপিএল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

লিটন-তানজিদের ব্যাটিং তাণ্ডব শুধু রেকর্ডবুকে নতুন মাত্রা যোগ করেনি, বরং ক্রিকেটপ্রেমীদের হৃদয়েও ছাপ রেখে গেল। দেশের ক্রিকেটে এমন দুর্দান্ত পারফরম্যান্স ভবিষ্যতে আরও দেখার আশায় রইল পুরো দেশ।

খেলাধুলা ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর