ভারত থেকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজন ২০২২ সালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের সামনে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিকে ছিনিয়ে নেওয়া মামলার আসামি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে অনেকে ভালো রোজগারের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন এবং সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হয়েছিলেন।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আহমেদ বলেন, ফেরত আসা তিনজন আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রহণ করেছে এবং অন্যান্য ৯ জন অবৈধ অনুপ্রবেশকারীকে রাইটস যশোর নামক একটি এনজিও সংস্থা জিম্মায় নিয়েছে।







