উদ্বোধনী অনুষ্ঠানে র্যালী ও বেলুন উড়িয়ে প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রেজোওয়ান রনিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সপ্তাহব্যাপী এই উৎসবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী, নির্ভীক-২৪ ক্যাম্পেইন, উচ্চমূল্যের সবজি ও ফুল-ফলের চারা বিপণন ও মেলা, ভার্মিকম্পোস্ট ও ট্রাইকোকম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণ, গাছের চারা প্রদর্শন ও বিতরণ, স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়াও, স্থানীয় বিদ্যালয়, কলেজ ও সংগঠনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।







