কনকনে শীতে কাতর শীতার্তদের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ শনিবার সকালে যশোর শহরের শহীদ সড়কে অবস্থিত রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
শীতার্তদের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, “শীতকালে গরীব-দুঃখী মানুষের দুর্দশা আরো বেড়ে যায়। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।”
বিএনপির নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “মানবতার সেবা সবারই কর্তব্য। আমরা সবাই মিলে শীতার্তদের পাশে দাঁড়াব।”
রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর শাখার সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, “আমরা প্রতি বছর শীতকালে শীতবস্ত্র বিতরণ করি। এবারও আমরা যশোরের শীতার্তদের পাশে দাঁড়িয়েছি।”