Saturday, December 6, 2025

সভ্য জাতির অসভ্য রূপ!

প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপের সামনে মানবজাতির অসহায়তা নতুন কিছু নয়। তবে সেই দুর্যোগকে পুঁজি করে মানুষেরই আরেক দল যখন নিজেদের স্বার্থসিদ্ধির খেলায় মেতে ওঠে, তখন সভ্যতার মুখোশ খুলে পড়ে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানল কেবল প্রকৃতির সঙ্গে মানুষের যুদ্ধের উদাহরণ নয়; এটি সভ্য সমাজের অসভ্য এক রূপও উন্মোচন করেছে।

টানা চার দিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। দাবানলে পুড়ছে গাছপালা, ঘরবাড়ি, এবং মানুষের স্বপ্ন। কিন্তু এই দুঃসময়ে সহমর্মিতার বদলে কিছু দুর্বৃত্ত বেছে নিয়েছে লুটপাটের পথ। ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকানপাট এমনকি উদ্ধারকাজের সামগ্রী থেকেও লুট চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সান্তা মনিকা এলাকায় কারফিউ জারি করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন।

প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালানো মানুষের ফাঁকা বাড়িঘরই দুর্বৃত্তদের প্রধান লক্ষ্য। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা লুটপাটে জড়িত ছিল। এমনকি উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামও রেহাই পাচ্ছে না।

অগ্নিকাণ্ডের এই ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসের একটি বড় অংশ জ্বলছে যেন নরককুণ্ড। সেই আগুনের শিখা যেমন আকাশ ছুঁয়েছে, তেমনই মানুষের ভেতরের অসভ্যতাও যেন প্রজ্জ্বলিত হয়েছে। কেউ কেউ এই লুটপাটের ঘটনাকে সভ্যতার মুখে কালিমা হিসেবে আখ্যা দিচ্ছেন।

প্রতিবেশী কানাডা থেকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে, যুক্তরাজ্যের ছয়টি অঙ্গরাজ্য থেকেও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, এই আগুন নেভাতে যা যা দরকার, সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু দুর্বৃত্তদের এমন অসভ্য আচরণ ঠেকানো যেন আরও কঠিন হয়ে উঠেছে।

একদিকে জীবন আর সম্পদের ভয়াবহ ক্ষয়ক্ষতি, অন্যদিকে মানবতার অবক্ষয়ের এই চিত্র যেন ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুনকে আরও ধিকিধিকি জ্বালিয়ে তুলেছে। উদ্ধারকর্মীরা যখন দিন-রাত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তখনই এই লুটপাট প্রমাণ করছে— প্রকৃত বিপদ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের ভেতরের লোভ আর নৈতিক অবক্ষয়ই আরও বড় বিপদ।

লস অ্যাঞ্জেলেসের বর্তমান পরিস্থিতি কেবল দাবানলের ধ্বংসযজ্ঞের কাহিনি নয়; এটি সভ্য সমাজের মূল্যবোধের দুর্বলতার এক নির্মম চিত্রও। দুর্যোগকালে এমন আচরণ প্রমাণ করে, প্রকৃত বিপদ কখনো কখনো মানুষের ভেতরের অসভ্যতা।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর