বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং তারকা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম জানালেন, আর জাতীয় দলের জার্সিতে ফেরার কোনো সম্ভাবনা নেই।
তামিম তার পোস্টে লিখেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।”
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ টুর্নামেন্টে তামিমের অংশগ্রহণ নিয়ে ছিল জল্পনা। নির্বাচকরা তার সঙ্গে আলোচনা করলেও তামিম জানিয়েছেন, তিনি আর জাতীয় দলে ফিরছেন না।
তিনি বলেন, “অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আলোচনা হোক বা দলের মনোযোগ ব্যাহত হোক।“
তামিম জানান, তিনি এক বছরের বেশি সময় আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি লেখেন, “অনেক সময় মিডিয়ায় এসেছে যে আমি নাকি বিষয়টি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বাস্তবতা হলো, আমি অনেক আগেই নিজে থেকে সরে দাঁড়িয়েছি। তবুও অযথা আলোচনা হয়েছে।“
জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নির্বাচক কমিটির সদস্যরা তাকে ফেরার জন্য অনুরোধ করেছিলেন। তবে তামিম জানান, তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
তামিম বলেন, “২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, সেটা আমার জন্য বড় ধাক্কা ছিল। কারণ ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তবে ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা আমাকে ভীষণ স্পর্শ করেছে।“
ছেলের ইচ্ছার প্রসঙ্গে তামিম লেখেন, “আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।“
তামিম ইকবালের এই ঘোষণায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশের হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
খেলা ডেস্ক/আর কে-১৫