যশোরে র্যাব ও পুলিশের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ জন আটক হয়েছে। এর মধ্যে এক দম্পতিও রয়েছে। এ ঘটনায় ৪টি মামলা হয়েছে।
র্যাব ৬ যশোর ও সাতক্ষীরা জেলার টিম অভিযান চালিয়ে যশোরের শহরতলী নীলগঞ্জ তাঁতীপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সামনে এবং ঝিকরগাছা উপজেলার হাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০৯ বোতল ফেনসিডিল ও ৯৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক নিজ দখলে রাখার অভিযোগে নারীসহ তিন জনকে আটক করেছে। এরা হলেন, যশোরের শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামের রেজাউল ইসলামের ছেলে হৃদয় হোসেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের বর্তমানে যশোর বকচর খুলনা রোডের মৃত সালাম শিকদারের ছেলে রিপন শিকদার ও তার স্ত্রী মনিকা বেগম,যশোরের শংকরপুর বাবলাতলা পাওয়ার হাউজের সামনের মৃত মোশারফ হোসেনের স্ত্রী নার্গিস বেগম, সদর উপজেলার গাজীরঘাট রোড পাগলাদাহ বিহারী কলোনী মুন্সী বেগমের বাড়ির ভাড়াটিয়া মৃত আরশাদ আলীর ছেলে রহমত আলী ও বেজপাড়া সাদেক দারোগা মোড় নান্নু মোল্লার ছেলে মুসকান লামিয়া ইয়াসমিন। মাদক আইনে ৪ মামলা হয়েছে।র্যাবের ডি এ ডি জিয়াউল হক জানান, ১৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শহরের নীলগঞ্জ তাঁতী পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বকচরের রিপন শিকদার ও তার স্ত্রী মনিকা বেগমকে আটক করা হয়। এসময় রিপনের ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন মাদকের ব্যবসা করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই সমাপ্ত বৈরাগী জানান, ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় শহরের মুজিব সড়ক টাউন হল মাঠের গেটের সামনে পাকা রাস্তার উপর মুসকান লামিয়া ইয়াসমিন নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যালকোহল পান করে জন বিরক্তিকরণ ঘটানোর অভিযোগে তাকে গ্রেফতার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করিয়ে কোতোয়ালি মডেল থানায় রাতে মামলা দেয়।অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা এদিন বিকেল সাড়ে ৫ টায় গাজীরঘাট রোড পাগলাদাহ বিহারী কলোনীর মুন্নী বেগমের বাড়ির ভাড়াটিয়া রহমত আলীর ঘরের তোষকের নীচ হতে ৩শ’ গ্রাম গাঁজাসহ রহমত আলীকে গ্রেফতার করে। একই দিন দুপুর সাড়ে ১২ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একই টিমের সদস্যরা শহরের রেলস্টেশনের রবিউল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে নার্গিস বেগমকে সাড়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।
রাতদিন সংবাদ







