Saturday, January 25, 2025

গুগল ম্যাপসে রিয়েল টাইম লোকেশন শেয়ার করবেন যেভাবে

বন্ধু বা পরিবারের সঙ্গে নির্দিষ্ট কোনো স্থানে দেখা করার সময় অনেকেই সঠিক অবস্থান জানাতে সমস্যায় পড়েন, বিশেষত যখন জায়গাটির নির্দিষ্ট পরিচিতি থাকে না। এ সমস্যার সমাধান দিতে গুগল ম্যাপসের ‘লোকেশন শেয়ারিং’ ফিচার বেশ কার্যকর। এই ফিচারের মাধ্যমে নিজের রিয়েল টাইম অবস্থান সহজেই পরিচিতজনদের জানানো যায়। অভিভাবকেরা এই ফিচার ব্যবহার করে সন্তানের অবস্থান নিরীক্ষণ এবং প্রয়োজন হলে দিকনির্দেশনাও দিতে পারেন।

এখন দেখা যাক, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে কীভাবে এই ফিচারটি ব্যবহার করা যায়।

গুগল ম্যাপসে লোকেশন শেয়ারিংয়ের ধাপসমূহ

১. গুগল ম্যাপস অ্যাপ চালু করুন:
অ্যাপ চালু করার পর ওপরের ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

2. লোকেশন শেয়ারিং অপশন নির্বাচন করুন:
প্রোফাইল মেনু থেকে ‘লোকেশন শেয়ারিং’ অপশন বেছে নিন এবং সেখানে থাকা ‘শেয়ার লোকেশন’ বাটনে ক্লিক করুন।

3. সময়সীমা নির্ধারণ করুন:
আপনার অবস্থান কতক্ষণ শেয়ার করতে চান তা নির্ধারণ করুন। এটি কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত হতে পারে।

4. শেয়ারিং মাধ্যম বেছে নিন:
নিচে দেওয়া ই-মেইল তালিকা বা শেয়ারিং অপশন থেকে প্রাপকের নাম বা মাধ্যম নির্বাচন করুন। এরপর সেই ব্যক্তি গুগল ম্যাপসে আপনার রিয়েল টাইম অবস্থান দেখতে পাবেন।

5. লোকেশন শেয়ার বন্ধ করা:
যদি শেয়ার করা বন্ধ করতে চান, তাহলে আবার ‘লোকেশন শেয়ারিং’ অপশনে গিয়ে ‘স্টপ’ বাটন চাপুন।

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি যে কারও সঙ্গে আপনার বর্তমান অবস্থান শেয়ার করতে পারবেন এবং প্রয়োজনে তা বন্ধ করারও সুযোগ পাবেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর