Saturday, December 6, 2025

তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ ১৪ কর্মকর্তা শিক্ষার্থীদের অবরুদ্ধ

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরের আওতায় নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকীসহ ১৪ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন। সোমবার বিকাল ৩টা থেকে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় কলেজ ক্যাম্পাসের একটি কক্ষে তাদের আটকে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে তাদের কলেজকে বস্ত্র অধিদফতরের আওতায় স্থানান্তর করার আশ্বাস বহুবার দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায়, সোমবার তাঁত বোর্ডের কর্মকর্তারা ক্যাম্পাস পরিদর্শনে এলে শিক্ষার্থীরা তাদের একটি কক্ষে অবরুদ্ধ করেন। দাবি পূরণের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

অবরুদ্ধ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী, সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব আকরামুজ্জামান, প্রধান হিসাবরক্ষক সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাঁত বোর্ডের অধীনে থেকে তারা মানসম্মত শিক্ষা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ভর্তির সময় অতিরিক্ত ফি পরিশোধ করেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না।

এ বিষয়ে আলোচনার মাধ্যমে কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক/আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর