আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের যশোরের ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় ঝিকরগাছা সোনালী ব্যাংকের সামনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনির্ভাসিটির অর্থনীতির অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবীদ প্রফেসর ড. শওকত আলী। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রেীয় কমিটির মহাসচিব মোঃ সাইফুল ইসলাম (পিআইডি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খাঁন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রেীয় কমিটির সদস্য জুলফিকার আলী, ঢাকার বিমা বিশেষজ্ঞ মোৎ আলমগীর হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাদল উর রহমান জিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের ঝিকরগাছা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান।
রাতদিন সংবাদ/আর কে-১১







