Friday, December 5, 2025

ঝিকরগাছায় ৫২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় ঝিকরগাছা উপজেলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বেনাপোল ভবেরবেড় গ্রামের রাজু আহমেদের ছেলে রাব্বি হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টায় ঝিকরগাছা উপজেলার মোড় অভিযান চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিলসহ রাব্বি হোসেনকে আটক করা হয়। তবে তার সঙ্গী মিদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। বর্তমানে পালাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা করা হয়েছে। আটক রাব্বি হোসেনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক নির্মূলের এই অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি বিরাজ করছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রাতদিন সংবাদ/আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর