ওয়াসি মোহাম্মদ সাদিকঃ যশোর সদরের শহরতলীর পুলেরহাটে আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ মাহফিলে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আল্লামা মামুনুল হক তার বক্তব্যে সুরাতুল জুম্মার একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করেন।
তিনি মানবতার দূত, সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন এবং তার ঐতিহাসিক কর্মসূচি সম্পর্কে বিষদ আলোচনা করেন। বক্তব্যের শুরুতেই তিনি হযরত ইব্রাহিম (আঃ)-এর একটি বিখ্যাত দোয়া উদ্ধৃত করেন। দোয়াটি হলো: “হে আমাদের পালনকর্তা! তাদের মধ্য থেকে তাদেরই মধ্যে একজন রাসূল পাঠান, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন।” এই আয়াতের আলোকে তিনি নবী করিম (সা.)-এর দায়িত্ব ও মিশন ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে এটি ছিল এক মহান দান। নবী (সা.) শুধু তিলাওয়াত বা শিক্ষা দেওয়ার জন্য আসেননি; তিনি মানুষকে আত্মিক ও নৈতিকভাবে পরিশুদ্ধ করার মহান দায়িত্ব পালন করেছেন।” আল্লামা মামুনুল হক আরও বলেন, বর্তমান যুগে মুসলিম উম্মাহর পুনর্জাগরণে এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি নবী (সা.)-এর প্রদর্শিত পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ বাস্তবায়ন করা আজ সময়ের দাবী।
” এছাড়াও তিনি নবী করিম (সা.)-এর জীবন থেকে উদাহরণ দিয়ে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা যদি কুরআনের শিক্ষা ও নবীজীর আদর্শ অনুসরণ করি, তবে আমাদের সমাজ থেকে অশান্তি, বিভেদ ও অবিচার দূর হবে।” মাহফিলে আগত ধর্মপ্রাণ মানুষেরা মামুনুল হকের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন এবং এ আলোচনা তাদের মনে গভীর প্রভাব ফেলে। মাহফিলের আয়োজন ও বিশেষ ব্যবস্থা তিন দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়েছে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে।
এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ছয়জন আলেমে দ্বীন এবং ইসলামিক স্কলার ওয়াজ করবেন। এছাড়াও, প্রতিদিন দেশবরেণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করবেন। নারীদের জন্য পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। তাদের সুবিধার্থে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। পরবর্তী দিনগুলোতেও প্রখ্যাত আলেমরা ইসলামিক বিষয়ক আলোচনা করবেন বলে জানানো হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-১০