Friday, December 5, 2025

নওয়াপাড়ার সাবেক কাউন্সিলর পলাশকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধিঃ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে এই নির্মম ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, নিহত জিয়াউদ্দিন পলাশের পিতা, শ্রমিক নেতা ও একই ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার প্রায় দুই যুগ আগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। পরিবারটি দুই প্রজন্ম ধরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ায় এলাকাবাসী ক্ষোভ ও শোক প্রকাশ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নওয়াপাড়া মডেল কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জিয়াউদ্দিন পলাশকে তুলে নিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা খোঁজাখুঁজি করে নওয়াপাড়া পাওয়ার অফিসের কাছে আমিরুল তসলিম বেঙ্গল রেল ক্রসিং সংলগ্ন সাইদুর রহমানের ঘাটে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভয়নগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

রাতদিন সংবাদ/আর কে-১২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর