Friday, December 5, 2025

নরেন্দ্রপুরে বিএনপি নেতা আকবর আলীর হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সভায় চেয়ার-টেবিল ও পর্দার কাপড় সরবরাহ না করায় আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী বিশ্বাসকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ওই ওয়ার্ডের বিএনপি সভাপতি আকবর আলী। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

প্রধান শিক্ষক হযরত আলী জানান, গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ২ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সভার আয়োজন করা হয়। আয়োজকরা বিদ্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী চাইলে তিনি সামান্য দেরি করে স্কুলে উপস্থিত হন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী তার ওপর চড়াও হয়ে জনসম্মুখে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে কিল-ঘুষি মারার পর জিনিসপত্র এনে দিলে পরিস্থিতি শান্ত হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে হুমকি দেওয়া হয়েছে যে, বিষয়টি বাড়াবাড়ি করলে এলাকায় থাকতে দেওয়া হবে না।

স্থানীয়রা জানান, ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছেন এবং ক্ষমতার অপব্যবহার করছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, অভিযুক্ত আকবর আলী মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস বলেন, তিনি এ ধরনের কোনো ঘটনা জানেন না। যদি আকবর আলী এমন কিছু করে থাকেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

প্রেস বিজ্ঞপ্তি/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর