মহব্বত আলী, চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ শীতের কনকনে ঠান্ডায় কাতর দুস্থদের পাশে দাঁড়িয়েছে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি। শুক্রবার সকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি সিনিয়র নেতা আসাদুজ্জামান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খকন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সেলিনা পারভিন শেলী, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহ সভাপতি আবু তালেব, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম, কোষাধক্ষ্য মেহেদী হাসান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, ওলিয়ার রহমান, রফিকুল ইসলাম, বিএনপি নেতা বিপ্লব গাজী, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সাংগঠনিক সম্পাদক শামীম কবির অসীম, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
রাতদিন সংবাদ/আর কে-১২







