Friday, December 5, 2025

সাংবাদিক আমিরুল ইসলামের পিতার ইন্তেকাল: শোক প্রকাশ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছার দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার সাংবাদিক আমিরুল ইসলাম জীবনের পিতা আব্দুল আজিজ ওরফে ফটিক মোড়ল (৭৪) বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামে মরহুমের নিজস্ব জমিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সাংবাদিক আমিরুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সভাপতি এমামুল হাসান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ এবং মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ।
স্থানীয় সাংবাদিক মহলও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রাতদিন সংবাদ/আর কে-০৯
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর