Friday, December 5, 2025

যশোরে মুন্সী মেহেরুল্লাহর স্মরণে সম্প্রীতি উন্নয়ন ফোরামের আলোচনা

মহব্বত আলী, চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: সম্প্রীতি উন্নয়ন ফোরামের উদ্যোগে শুক্রবার বিকালে যশোর সদর উপজেলার বাদিয়াটোলা বাজারে প্রখ্যাত সমাজসংস্কারক মুন্সী মেহেরুল্লাহর ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ফোরামের সভাপতি হাফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি খাইরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অব.) কর্নেল মেহের মহব্বত, ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব।

বক্তারা মুন্সী মেহেরুল্লাহর সমাজসেবা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সংস্কারকর্ম নিয়ে আলোচনা করেন। তাঁরা মুন্সী মেহেরুল্লাহর জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজের উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া, ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জানুয়ারি মুন্সী মেহেরুল্লাহর জন্মদিন উপলক্ষে ফোরামের প্রধান কার্যালয় সংলগ্ন মাঠে দিনব্যাপী পিঠা উৎসব, খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

রাতদিন সংবাদ/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর