চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: যশোরের দোগাছিয়া আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে শুক্রবার সকালে প্রফেসর ড. ফারুক হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফারুক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন হাফেজ রাকিব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কলম সৈনিক ও মেইলের হেড অব নিউজ হারুন জামিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মুজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অব.) কর্নেল মেহের মহব্বত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী বরকত আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ইসমাইল হোসেন এবং বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রিজাউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড. খালিদ আহমেদ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর আব্দুল হামিদ, মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহজাহান আলী।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ এবং সাধারণ সম্পাদক মাষ্টার মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুয়াদা দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হেদায়েত খান।
বক্তারা প্রফেসর ফারুক হোসেনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর শিক্ষাব্রত, সমাজসেবা ও মানবিক অবদান সম্পর্কে আলোচনা করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাতদিন সংবাদ/আর কে-০৫







