শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজঘাট বালিকা বিদ্যালয় মাঠে এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাস্ট্রীয় পাটকল রক্ষা কমিটির আহবায়ক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শমশের আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিবিএর সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিবিএর সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, কার্পেটিং জুট মিলের সাবেক সিবিএ নেতা সহ-সভাপতি আব্দুল জব্বার লাল্টু, শ্রমিক নেতা মশিউর রহমান নান্টু, শরিফুল ইসলাম, খোকন জমাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা স্যামন প্রমূখ।
বক্তারা অবিলম্বে পাটকলের লীজ প্রথা বাতিল করে রাস্ট্রীয় ব্যবস্থাপনায় সকল পাটকল চালুর জোর দাবি, শ্রমিকদের ইনক্রিমেন্টের টাকা, বোনাস, বৈশাখী ভাতা, সহ সকল শ্রমিকের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ, টেন্ডারের নামে মূল্যবান যন্ত্রাংশ মেশিন ও গাছ পালা লুটপাট অবিলম্বে বন্ধ, শ্রমিকদের বসবাসের জন্য বাসস্থানের ব্যবস্থা, পাট মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ পাট সচিব আঃ রউফ সহ বিজিএমসি শীর্ষ দুর্নীতিবাজদের অবিলম্বে অপসারণ করা, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের ৩ হাজার কর্মকর্তা কর্মচারী বসে বসে বেতন নিচ্ছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করে।
রাতদিন সংবাদ/আর কে-০৩







