Friday, December 5, 2025

কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির তফসীল বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনী তফসীল বাতিলের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকেরা। মঙ্গলবার বেলা ১১টায় কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা নূরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজর ইসলাম আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর রহমান, কেশবপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত আরা, প্রধান শিক্ষক মিজানুর রহমান, হযরত আলী, রবিউল ইসলাম, শাহীনুজ্জামান, ইয়াকুব আলী, আবুল কালাম আজাদ ও জাহিদুল ইসলাম।

বক্তারা ২১ ডিসেম্বর ঘোষিত নির্বাচনী তফসীলকে অবৈধ দাবি করে অনতিবিলম্বে তা বাতিলের দাবি জানান।

গত ২১ ডিসেম্বর যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করেন। তফসীল অনুযায়ী, ১১ জানুয়ারি ২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে উপজেলার ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬৩ জন শিক্ষক-কর্মচারী ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।

মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

শিক্ষকরা অবিলম্বে তফসীল বাতিল এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রাতদিন সংবাদ/আর কে-১৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর