আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছায় রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়রা সোচ্চার হয়ে উঠেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ঝিকরগাছা রেল স্টেশনে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির উদ্যোগে এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হুমাযুন কবিরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-বেনাপোল রুটে নতুন চালু হওয়া রুপসী বাংলা এক্সপ্রেস ঝিকরগাছা স্টেশনে যাত্রাবিরতি করলে স্থানীয় জনগণের চলাচল সহজ হবে। বিশেষ করে ফুল চাষীরা ঢাকায় তাদের ফুল সহজে পরিবহন করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হুমাযুন কবির, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমআর মাসুদ, তারিক মাহমুদ, আফজাল হোসেন চাঁদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ইদ্রিস আলী, রাফিউল ইসলাম, আমিরুল ইসলাম জীবন, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখা’র ব্যানারে শামিল হন মোনাজ্জেল হোসেন লিটন, নাজমুল হক নাজু, আরাফাত কল্লোল, শাহাজাহান আলী, আরাফাত কোমল, নজরুল ইসলাম।
ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, “ঝিকরগাছা ফুলের জন্য বিখ্যাত। রুপসী বাংলা এক্সপ্রেসের যাত্রাবিরতি হলে আমাদের ফুলের ব্যবসা আরো সমৃদ্ধিশালী হবে।”
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “এই দাবি একটি যৌক্তিক দাবি। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই দাবির প্রতি স্পন্ধনশীল হবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন, গদখালী ফুল চাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি, যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ঝিকরগাছা মৎস্য ব্যবসায়ী সমিতি, ইউনিটি ক্লাব বাংলাদেশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন, মির মালিক সমিতি, জননী সুপার মার্কেট, ঝিকরগাছা বাজার হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ।
রাতদিন সংবাদ/আর কে-১১







