গতকাল সোমবার সকাল ৯ টার দিকে কাপাসাটি গ্রামের কুন্ডু তেলের পাম্পে এই ঘটনা ঘটে। স্থানীয় কোদলা গ্রামের বাসিন্দা জলিল নামে আরেক ড্রাইভার ভাড়া কম নেওয়ার বিষয়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
আহত আনোয়ারকে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় আনোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
থানার এ এস আই আফজাল হোসেন জানিয়েছেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রাতদিন সংবাদ/আর কে-১০







