যশোরের অভয়নগর থানা পুলিশ একটি চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য আব্দুল জব্বারকে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে।
আটক আব্দুল জব্বার অভয়নগরের মহাকাল ভাঙ্গাগেট কলোনীর মৃত মোবারক মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানান, সোমবার সকালে অভয়নগর থানা পুলিশের একটি দল নওয়াপাড়া হাইওয়ে থানার পাশে অভিযান চালায়। এ সময় তারা একটি চুরি হওয়া ট্রাক উদ্ধার করে এবং ট্রাকটি চুরি করার অভিযোগে আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে আটক করে। আব্দুল জব্বার একটি চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
আটক আব্দুল জব্বারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-১৬







