Friday, December 5, 2025

জামায়াতের আমীরের আগমনে চুড়ামনকাটি বাজারে আলোচনা ও মিছিল

মহব্বত আলী, চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের যশোর আগমন উপলক্ষে আলোচনা সভা ও মিছিল করে চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াত ইসলামী শাখা।

সোমবার বিকালে আলোচনা সভায় ও মিছিলে বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট শফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল হক, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউল ইসলাম, থানা ইউনিট সদস্য ডাঃ নুরুল হক, থানা সুরা সদস্য ও জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাইফুদ্দিন, ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী উসামা, ইউনিয়ন শিবিরের প্রচার সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সম্মুখে আলোচনা সভা শেষে চুড়ামনকাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে পরিষদের সামনে শেষে করে।

রাতদিন সংবাদ/আর কে-১২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর