চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ চুড়ামনকাটি ইউনিয়নের প্রথম ইউপি সদস্য এবং তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি মুনসুর আলী সর্দার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন…)। তিনি সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র সন্তান ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বিকেলে চুড়ামনকাটি উত্তর পাড়া ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন, যশোর সদর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সদর থানা সুরা সদস্য ও চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রথমবারের মতো চুড়ামনকাটি ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর পরবর্তী দুইবারও তিনি এই পদে নির্বাচিত হন। ইউপি সদস্য পদ থেকে অবসর গ্রহণের পরও তিনি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন।
রাতদিন সংবাদ/আর কে-১৬







