মহব্বত আলী, চুড়ামনকাটি প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে আরব পুর দিঘির পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অধ্যাপক আবু সাইদ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সকলেই অধ্যাপক আবু সাইদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আর কে-১১







