সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় কনন্টেট ক্রিয়েটর বিকে লিটনের যশোরে বিকে ফ্যাশনের আউটলেট
উদ্বোধনী অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েটারদের ঢল নামে। শুক্রবার বিকালে শহরের গাড়ীখানার আলাউদ্দিন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার প্রিন্স মামুন। শুধুই প্রিন্স মামুনই না, অনুষ্ঠানে আরও অংশ নেন দেশ সেরা কনটেন্ট ক্রিয়েটার আকিব হাসান, ইমরান হোসেন, আরমান হোসেনসহ আরও অনেকে। এরবাইরেও দক্ষিন পশ্চিমাঞ্চলের তারকারা হাজির হন এ উদ্বোধনী অনুষ্ঠানে। বিকে ফ্যাশনের আউটলেট উদ্বোধন অনুষ্ঠান এক
পর্যায় কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলায় পরিণত হয়।
শুক্রবার দুপুর হতেই বিকে ফ্যাশনে দেশ খ্যাত কনটেন্ট ক্রিয়েটাররা আসতে থাকেন। গাড়িখানা রোডে জড় হতে থাকেন তাদের ভক্ত অনুরাগীরা। এক পর্যায় ভক্তদের ঢল নামে ওই এলাকায়। বিকেল চারটা বাজতেই পুরোগাড়িখানা রোড ছেয়ে যায় ভক্তদের পদচারণায় । দেশ সেরা কনটেন্ট ক্রিয়েটারদের সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ের ভক্ত অনুরাগীরা।
বিকেলে কেককেটে বিকে ফ্যাশানের যশোর শাখার উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বিকে ফ্যাশানের মালিক জনপ্রিয় কনন্টেট ক্রেয়েটর
যশোরের বিকে লিটন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, গ্রামেরকাগজের সিটি ইনচার্জ ও রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়াসহ অন্যান্যরা।
বিশেষ প্রতিনিধি









