ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচন করেছেন। তবে, এ রিপোর্ট লেখা মধ্যরাতে। এসময় ভোট গণনা চলছিল। তবে, ঠান্ডু ও টিপু এগিয়ে রয়েছেন। এবারের নির্বাচেন ৯৪৭ জন ভোটারের মধ্যে ৯২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। মধ্যরাতেও সমিতি প্রাঙ্গন রয়েছে জমজমাট। অপেক্ষায় রয়েছেন বিজয়ীদের ফুলের মালা নিয়ে নেতৃবৃন্দরা। ফলাফল পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে ভোটাররা।
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছেন। তাদের একটি ঠান্ডু-বাপ্পি পরিষদ। যার নেতৃত্বে রয়েছেন শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি। অপরটি সংস্কার ও উন্নয়ন পরিষদ, নেতৃত্বে রয়েছেন কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপু। এছাড়া, দুজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন মো. সবুজ ও জিতু। নির্বাচনে ২৫ পদের বিপরীতে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
শুক্রবার রাত ১ টা ৫০ মিনিটে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহক বলেন, কোন প্যানেল জয়ী হচ্ছে তা এখনও বলা যাচ্ছেনা। এখনো প্যানেল ভিত্তিক গণনা করা হয়নি। তিনি বলেন, এবারের নির্বাচনে এখন পর্যন্ত সর্বোচ্চ ভোট পেয়েছেন এজাজ উদ্দীন টিপু। এছাড়া ২য় সর্বোচ্চ ভোট পেয়েছেন শাহিনুর হোসেন ঠান্ডু । তিনি আরও বলেন, কিছু সময় পর প্যানেল ভিত্তিক গননা শুরু হবে। রাত তিনটার আগে ফলাফল ঘোষনা করা হবে বলে জানান।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে ভোর থেকেই ব্যবসায়ীরা আরএনরোড এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সময় যতো বাড়তে থাকে ততই উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে পুরো আরএন রোড ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়। ভোটারদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন নির্র্বাচন উপলক্ষে আরএন রোডে জড়ো হন। যার কারণে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সারা দিনই এই পরিবেশে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যারা নির্বাচন পর্যবেক্ষণে গিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, ড্যাব যশোর শাখার নেতা ডাক্তার ওবাইদুল কাদের উজ্জল, ডাক্তার ফারুক এহতেসাম পরাগ, ডাক্তার ওহিদুজ্জামান আজাদ, ডাক্তার আহাম্মেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডাক্তার আব্দুল কাদের, ডাক্তার এসএম রবিউল আলম, ডাক্তার হাফিজুর রহমান, ডাক্তার তানভীর হায়দার তমাল, ডাক্তার গোলাম কিবরিয়া, ডাক্তার রাকিব আহম্মেদ শুভ, ডাক্তার রেজওয়ান দারাইন সুমন এবং ডাক্তার আব্দুল্লাহ আল মুকতাদির।
নির্বাচনে কমিশনারের দায়িত্বে ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও তালবাড়িয়া কলেজের সহকারী অধ্যাপক ইবাদত হোসেন।
বিশেষ প্রতিনিধি







