যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে পুলিশ। ডিবির একটি টিম আটক করে তাকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি খানার হাজত খানায় বন্দি রয়েছেন।
যশোরের কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) বাবুল আক্তার বলেন, যশোরে বিএনপি পার্টি অফিসে অগ্নিকান্ড ও ভাঙচুরের সাথে হুমায়ুন কবির তুহিনের জড়িত থাকার বিষয়টি প্রমান পেয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে এ ঘটনায় দায়েরকরা সংশ্লিস্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
রাতদিন সংবাদ







