Friday, December 5, 2025

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

বিশেষ প্রতিনিধি- যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা নন্দির বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়। ঘটনা টি ঘটেছে আজ বুূধবার (১১ডিসেম্বর) রাত নয়টার কিছু আগে।
নিহতরা হলেন নন্দির বটতলার ইব্রাহিম বিশ্বাস ছেলে সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল বিশ্বাস (৩৯) অপরজন একই এলাকার দাউদ মল্লিক এর ছেলে মহসিন(৩০) বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, ইসমাইল হোসেন বিশ্বাস অন্যান্য দিনের নেয় নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তার সাথে ছিল দোকানের কর্মচারী মহসিন তারা বাড়ির কাছাকাছি আসলেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এসময় তাদের উপর দিয়ে ট্রাকের সামনে চাকা উঠে যায়। এবং মাথার খুলি ফেটে মগজ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পরে এবং ঘটনা স্থলেই দু’জন মারা যায়।
মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ হলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
উত্তেজিত জনতা ট্র্যাকটিকে আগুন ধরিয়ে দেয়। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর পেয়ে ঘটনায় স্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনা ও দু’জনের নিহতের বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ইমাদুল করিম নিশ্চিত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর