Friday, December 5, 2025

খুলনা সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন, সম্পাদক ফরিদ

খুলনা প্রতিনিধিঃ খুলনা সদর থানা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম হুমায়ুন কবীরকে সভাপতি ও মোল্লা ফরিদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শহীদ হাদিস পার্কে বিএনপির খুলনা সদর থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওই দেশের গোয়ন্দা ‘র’ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের উস্কানির বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। জুলাই-আগস্টে দেশে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এমন নজির বিহীন আন্দোলন গত দেড়শ’ বছরে পৃথিবীর মানুষ দেখেনি। এ আন্দালনে শহীদদের ঋণ শোধ করতে হবে। যদিও আন্দোলনে প্রাথমিক বিজয় হলেও চুড়ান্ত বিজয় হয়নি। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর