Friday, December 5, 2025

মহেশপুর সীমান্ত থেকে শিশুসহ যশোরের ৮ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: গত দু’দিনে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আট জনকে আটক করেছেন বিজিবির সদস্যরা।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ ডিসেম্বর খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটকরা হলেন যশোর জেলার মণিরামপুর থানার হাজরাকাটি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৪৫)রুবেল হোসেনের স্ত্রী রিকতা খাতুন (২২) এবং একই জেলার পুলেরহাট গ্রামের শাহিনুর শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫)।অন্যদিকে ১১ ডিসেম্বর রাতে শ্যামকুড় বিওপির টহল দল উপজেলার একাশিপাড়া থেকে শিশুসহ পাঁচজনকে আটক করে। আটকরা হলেন যশোর সদর উপজেলার রেলরোড পাড়ার মৃত প্রেমচাঁদ মন্ডলের ছেলে অখিল মন্ডল (৪২), অখিল মন্ডলের শিশুপুত্র জ্যোতি মন্ডল (১৫), একই জেলার খাটুরা গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম হোসেন (২১), সেলিম হোসেসের স্ত্রী রেকসোনা (২০) ও তাদের শিশুকন্যা মুন্নি (৪)।বিজিবির উপঅধিনায়ক লে. কর্নেল কামরুর আহসান জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর