শামিম হোসেন,কুয়াদা প্রতিনিধি- দক্ষতা উন্নয়ন কর্মসূচি ২০২৪-২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ফেজের অধীনে ব্র্যাক যশোর জেলার উদ্যোগে দিনব্যাপী টেকনিক্যাল ট্রেইনার (টিটি) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ব্র্যাক লার্নিং সেন্টার যশোরে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় আইটি সাপোর্ট টেকনিশিয়ান, মোবাইল ফোন সার্ভিসিং, টেইলারিং এন্ড ড্রেস মেকিং ফর ফিমেল, বিউটি সেলুন ফর ফিমেল, ওয়েল্ডিং, উড ফার্নিচার মেকিং এবং মোটরসাইকেল সার্ভিস মেকানিক ট্রেডে ৩০ জন টেকনিক্যাল ট্রেইনারের অংশ গ্রহণ করে।
দিনব্যাপী এ ওরিয়েন্টশনটি ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলা ব্যবস্থাপক সোবহান শেখ প্রশিক্ষণটি পরিচালনা করেন এবং যশোর সদর শাখার কর্মসূচি সংগঠক মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্র্যাকের উদ্দেশ্য প্রতিটি উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৬০ জন লার্নার ওরিয়েন্টেশনে অংশগ্রহণকৃত টেকনিক্যাল ট্রেইনারের অধীনে নির্ধারিত ট্রেডে ৬ মাস তাত্ত্বিক প্রশিক্ষণ নিবেন এবং প্রশিক্ষণ শেষে মাস্টার ক্রাফট পারসনদের প্রতিষ্ঠানে কর্মসংস্থান নিশ্চিত করবেন।
রাতদিন ডেস্ক/জয়-







