Tuesday, March 25, 2025

যশোরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ

বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা প্রার্থনা ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে যশোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক জোড় ইজতেমা শেষ হয়েছে ।

রোববার (১ডিসেম্বর) যশোর উপশহর কেন্দ্রীয় মারকাজ ময়দানে ( বেলা সাড়ে ১১টায়) আখেরি মোনাজাত শুরু হয়।

তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মার্কাস মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যমে এ ইজতেমা শুরু হয়।

আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।

যশোর জেলা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল স্তরের মানুষ এই মোনাজাতে অংশ নেন।

ইজতিমার আয়োজক কমিটির প্রধান এসএম ইয়ামিনুর রহমান জানান, সফল ও নিরাপদ পরিবেশে যশোরের ইজতেমা শেষ করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, কার্যালয়গুলোসহ সর্বস্তরের কর্মকর্তা, ব্যক্তি ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

এই ইজতেমায় যশোরের আট উপজেলাসহ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িসহ রাজশাহী বিভাগের সব জেলার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেয়।

রাতদিন সংবাদ/ এহসান জামিল-৩৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর