রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামীর মৃত্যুর ৫ দিন পর দগ্ধ স্ত্রী রুমা আক্তার (৩২) মারা গেছেন। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী আব্দুল খলিল মারা যান।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুরের আগুনের ঘটনায় দগ্ধ হয়ে শিশুসহ সাতজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার পর্যন্ত দুজন মারা গেছেন।
রাজধানীর পলবী থানাধীন মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ অন্যরা হলেন-আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। রুমা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
অনলাইন ডেস্ক/ এহসান জামিল-১০







