Friday, December 5, 2025

যবিপ্রবির শিক্ষার্থীর ঘরে চুরির নাটক, আটক ৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ভাড়ার বাড়ির ঘরে ঢুকে চুরির চেষ্টাকালে দুই চোরকে হাতেনাতে এবং তাদের স্বীকারোক্তিতে বাড়ির মালিককে আটক করা হয়েছে।
আটকরা হলেন, সদর উপজেলার শ্যামনগর আমবটতলা রবিউল ইসলাম , দোগাছিয়া গ্রামের মানিক মন্ডল ও নড়াইল সদর উপজেলার শোলপুর দক্ষিণ পাড়ার সজিব মোল্লা ।
পুলিশ জানায়, রবিউল ইসলামের বাড়িতে কয়েক বছর ধরে ভাড়া রয়েছেন যবিপ্রবি শিক্ষার্থী মনিকা সরকার, ফারজানা নাসরিন নুহা ও আফসানা মেহেরীন। কিন্তু বাড়ির মালিক রবিউল ইসলাম তাদেরকে বিভিন্নভাবে উত্যক্ত, আজেবাজে কথা বলতেন। পানির লাইন ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্নভাবে তাদেরকে হয়রানি এবং নির্যাতন করা হতো। বাধ্য হয়ে শিক্ষার্থীরা এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করলে রবিউল ইসলাম কিছুদিন নিশ্চুপ ছিলেন।
গত রোববার রাতে তারা ঘরের ভেতর ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মানিক মন্ডল ও সজিব মোল্লা চুরির উদ্দেশ্যে শিক্ষার্থী মনিকা সরকারের ঘরের ভেতর ঢুকলে অন্য শিক্ষার্থীরা টের পেয়ে যান। সাথে সাথে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটক করেন শিক্ষার্থীরা। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, বাড়ির মালিক রবিউল ইসলামের পরামর্শে চুরির উদ্দেশ্যে মনিকা সরকারের ঘরে ঢুকেছিলেন। পরে স্থানীয় লোকজন বাড়ির মালিক রবিউল ইসলামকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের হেফাজতে নেয়। এ ঘটনায় যবিপ্রবি প্রক্টর ড. মো. আমজাদ হোসেন কোতোয়ালি থানায় মামলা করেছেন। সূত্র আরও জানায়, সোমবার আটক ৩ জনের তিন দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এজাজুল হক।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর