Friday, December 5, 2025

মোল্লাহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শান্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

রবিবার দুপুরে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসাঘাট নামক স্থানের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধ কর্মসূচী পালন করা হয়। পরে তারা ৫ নং গাওলা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ভুক্তভোগী, সারমিন আক্তার নামের এক নারীর অভিযোগ ইউপি চেয়্যারম্যান রেজাউল কবির তার বিবাহ বিচ্ছেদের দেনমহরের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী এই নারী বলেন টাকা চাইতে গেলে তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয় এই চেয়ারম্যান।

মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবদলের সহ-সম্পাদক জিয়াউর রহমান, নুর ইসলাম শেখ, নিজাম শেখ, ইউপি সদস্য মোহাম্মদ সেলিম মোল্লা ও নজরুল ইসলাম প্রমূখ।

 

আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর