Friday, December 5, 2025

সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক- যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের মধ্যো অবস্থিত সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন, যা অনেক পুরাতন। এটি পদ্মা রেল সংযোগ এর কাজ শুরু হলে পুন: সংস্কার করে অনেক উন্নত করা হয়েছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনকে, কিন্তু তার দুই পাশে কলেজ, মাদ্রাসা,স্কুলসহ ৫ টি প্রতিষ্ঠানের প্রায় ২০০০ শিক্ষার্থী ঝুঁকি নিয়ে রেল রাস্তা পারাবার হয়,তবুও রেল কর্তৃপক্ষ সেখানে একটি ওভার ব্রিজ নির্মান করেনি যার ফলে ছাএছাএী সহ এলাকা বাসীর চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন-রাতদিন নিউজ

এজন্য বসুন্দিয়া ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাএ শিক্ষক জনতার উদ্যোগে আজ বৃহস্পতিবার সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজ নির্মান করার দাবিতে শিক্ষার্থী শিক্ষক ও জনতাদের নিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পদ্মা রেল প্রজেক্ট ব্যাবস্থাপক এর পরিচালক এর কাছে একটি স্মারকলিপি প্রাদান করা হয়েছে। এলাকা বাসী ও শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি অতি দ্রুত সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন একটি ওভার ব্রিজ নির্মাণের। যা নির্মাণ হলে স্বস্তি পাবে এলাকাবাসী ও নিরাপদে চলাচল করতে পারবে শিক্ষার্থীরা। আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ: মো মফিজুর রহমান, বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল : মো হারুনার রশীদ, শিক্ষক : সাইফুর রহমান,জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক :মো জুলফিকার আলি, জঙ্গলবাধাল মডেল স্কুল এর প্রধান শিক্ষক : নজরুল ইসলামসহ বসুন্দিয়া ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাএ শিক্ষক জনতার প্রধান উপদেষ্টা: আব্দুল আলিম,মাসুম, রায়হান পারভেজ, বিল্লাল, পারভেজ, ইমদাদ, বিপু, বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সকল বলেন্টিয়ার টিমসহ স্কুল কলেজ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী জনতা সকলে উপস্থিত ছিলেন। সকলের দাবি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে একটা ওভার ব্রিজ জেনো দ্রুত পদক্ষেপ নিয়ে নির্মান করা হয়।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর