Friday, December 5, 2025

বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:- বাঘারপাড়া উপজেলার আলাদীপুর বাজারে, বৃহস্পতিবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী কুমারী ঝুমুর রায়(১৭)। নিহত ঝুমুর রায় আলাদীপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিল কান্ত রায়ের মেয়ে।

এঘটনায় বাঘারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাঘারপাড়া থানার এসআই জামাল জানান,বাঘারপাড়া থানার আলাদীপুর বাজারে একটি আত্মহত্যার খবর পেয়ে আমারা ঘটনাস্থলে যাই। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি জানান,ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানাজায় ঝুমুর রায় খুব নরম স্বভাবের মেয়ে। ঘটনার রাতে সে পরিবারের সাথে খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে পড়াশোনা করেছিলেন। সকলে ঘুমিয়ে পড়লে রাতের শেষ ভাগের দিকে কোন একসময় সে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেনে। সকালে পরিবারের লোকজন ঘুমথেকে উঠে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিহতকে দেখতে পায়। সেখান থেকে নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে এলাবাসীর ধারনা যেহেতু পারিবারিক কোনো কলহের ঘটনা নেই, হয়তো প্রেম ঘটিত কারনে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এঘটনায় পরিবার ,স্কুল এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাতদিন সংবাদ,জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর