Friday, December 5, 2025

সাতক্ষীরায় ৫ কোটি টাকার মাদকসহ মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি টাকার মাদকসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন সদর দফতর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিস্টাল মেথ আইস ১ কেজি, ভারতীয় ফেন্সিডিল ২৯ বোতল, ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, ভারতীয় চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল ২৮ আগস্ট রাতে ক্রিস্টাল মেথ আইস ১ কেজি, ভারতীয় ফেন্সিডিল ২৯ বোতল, ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় খ্রী পিচ (সিল্ক) ৮ পিস, ভারতীয় শাড়ী (জরজেট) ৬ পিস, ভারতীয় শাখা ১৩ জোড়া, ভারতীয় সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস আটক করতে সক্ষম হয়। যার মূল্য পাঁচ কোটি এক লাখ সাত হাজার চারশত পঞ্চাশ টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল শুল্ক অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনলাইন ডেস্ক ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর