যশোরে নিউ তনা টেলিকমে কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদ:
- কম্পিউটার অপারেটর কাম ম্যানেজার: ৩ জন পুরুষ, এইচএসসি পাস
- বিক্রয় প্রতিনিধি: ৩ জন পুরুষ, এসএসসি/এইচএসসি পাস
কাজ: মূলত ওয়ান+ ও ভিভো মোবাইল ফোন বিক্রয় করা।
যোগ্যতা:
- উচ্চতা, ওজন ও শারীরিক দক্ষতা থাকতে হবে।
- ভালো কথা বলতে ও মানুষের সাথে মিশতে পারতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষ।
আবেদন: আগ্রহী প্রার্থীরা নিজের সিভি newtonatelecom02@gmail.com এই ইমেইল আইডিতে পাঠাতে পারেন।
সাক্ষাৎকার: ০৩ সেপ্টেম্বর, ২০২৪ থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
যোগাযোগ: ০১৭১৬-০২০০৮৬
ঠিকানা: নিউ তনা টেলিকম, সিটিপ্লাজা, ৩য় তলা, গো-হাটা রোড, যশোর।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
এই চাকরির খবর যাদের জন্য উপযোগী হতে পারে:
- যারা মোবাইল ফোন বিক্রয়ের কাজে আগ্রহী।
- যারা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চান।
- যারা যশোরে বা আশপাশের এলাকায় বসবাস করেন।







