মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল চেকপোস্টের সাদীপুর রোডে মধ্যে রাতে বিদ্যুৎ শর্ট সার্কিটে অনি
এন্টারপ্রাইজ নামে একটি কসমেটিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষ্য টাকার মাল পুড়ে ছায়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় সাদীপুর রোডের ইসমাইল হোসেনের কসমেটিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সে সময় এক পাসপোর্ট যাত্রী দোকানের ভিতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়দের কে জানালে,পরে এলাকাবাসী বেনাপোল ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের মালামাল সব পুড়ে ছায় হয়ে যায়। জানাগেছে দোকানে থাকা ফ্রিজে বিদ্যুৎ শর্ট-সার্কিটে হয়ে এ আগুনের সূত্রপাত হয়।
রাতদিন সংবাদ/এস বি-১৭







