Friday, December 5, 2025

মোরেলগঞ্জে উৎসব মুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বুধবার বিকেল চারটার দিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোরেলগঞ্জ থানা ও পৌর শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচএম সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতা ও কর্মীদের ব্যাপক উপস্থিতিতে আলোচনা রাখেন উপজেলা, পৌর শাখা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
আলোচকরা বলেন জনগণের পাশে থেকে সেবা করার জন্য জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি, এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে এই দিনে অঙ্গ সংগঠন টি প্রতিষ্ঠা করেন।
উপস্থিত আলোচকরা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর নির্দেশ শান্ত কর বাংলাদেশ এই স্লোগান নেতা কর্মীদেরকে পালন করার জন্য বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
আর কে-০৪
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর