Friday, December 5, 2025

বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডারের ভেতরে করে আনা ভারতীয় শাড়ির চালান জব্দ

বেনাপোল প্রতিনিধি- বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত ব্লিচিং পাউডারের ভেতর থেকে ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ির চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষবেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত ব্লিচিং পাউডারের ভেতর থেকে ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ির চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ

বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত ব্লিচিং পাউডারের ভেতর থেকে ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ির চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চালানটি আটক করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এক হাজার ২০০ প্যাকেটের ব্লিচিং পাউডারের পণ্যের চালানটি ভারত থেকে আমদানি করেছিল খুলনার জালাল বাণিজ্য ভান্ডার। চালানটির রফতানিকারক কলকাতার চারুবালা প্রতিষ্ঠান। যার ওজন ৩৩ হাজার ১২০ কেজি। গত ১৮ আগস্ট বন্দরে প্রবেশ করেছিল এটি। পরে বন্দরের ৩৫ নম্বর শেডে রাখা হয়েছিল। এরই মধ্যে ১৯ আগস্ট থেকে পণ্য খালাস শুরু হয়। এ অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ব্লিচিং পাউডারের পণ্যের চালানটির ভেতরে শাড়ি-কাপড়ের চালান আছে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে বন্দরের ৩৫ নম্বর শেড থেকে চালানটি আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ব্লিচিং পাউডারের ড্রামের ভেতরে বিপুল পরিমাণ শাড়ি-কাপড় পাওয়া যায়। চালানটিতে কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল, তা পরীক্ষণ শেষে শুল্কায়ন করে বলা যাবে।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন বেনাপোল বন্দরে আমদানিকৃত বৈধ পণ্যের ভেতরে ঘোষণাবহির্ভূত অবৈধভাবে আনা ভারতীয় শাড়ির একটি চালান আটক করা হয়েছে। এতে কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল, সেটি পরীক্ষণ শেষে বলা যাবে। পরীক্ষণ শেষে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর