Friday, December 5, 2025

এমপক্স ভাইরাস সংক্রমন রোধে বেনাপোল ইমিগ্রেশন সতর্কতা জারী

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ এমপক্স সংক্রমন রোধে  সতর্কতামুলক কার্যক্রম শুরু  করেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।   জানা যায়, নতুন ভাইরাস এমপক্স ভাবিয়ে তুলেছে বিশ্বকে। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স এই মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও ছড়িয়ে পড়ছে।

বেনাপোল ইমিগ্রেশন সতর্কতা জারী,রাতদিন সংবাদ

এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া ও পাকিস্তান। এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশসহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। পাসপোর্টধারী আরিফ  জানান, ভারত থেকে ফেরার সময় সংক্রমন রোধে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ শারীরিক পরীক্ষা  করছে। তবে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরমর্শ জানান তিনি। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার মরিয়ম খন্দকার জানান, এমপক্স ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায়  সংক্রমন রোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশে চেকপোষ্ট  ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে। এখন পর্যন্ত আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। ভবিষ্যতে সংক্রমিত কাউকে পাওয়া গেলে তাকে আরো পরীক্ষা,নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রাতদিন সংবাদ/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর