Friday, December 5, 2025

চৌগাছায় ৮ লক্ষাধিক টাকার মাছ লুট,জাল- নৌকা পুড়িয়ে সংখ্যালুঘ সম্প্রদায়কে প্রাণ নাশের হুমকি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছা কপোতক্ষ নদীর বদ্ধ জলাশয়ে ৮ লক্ষাধিক টাকার মাছ লুট সহ আগুন দিয়ে জাল নৌকা পুড়িয়ে দেয় ও সংখ্যালুঘ সম্প্রদায় প্রাণ নাশের হুমকি।

যশোরের চৌগাছায় হাকিমপুর ইউনিয়নে তাহেরপুর গ্রামে কপোতক্ষ নদের বন্ধ জলাশয় ৮ মাছ লুট করেছন দুস্কতীরা ও আগুনে পুড়িয়ে দিয়েছ জাল ও নৌকা হাকিমপুর মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ সদস্যরা মানবতার জীবনযাপন করছে । একই সাথে সমিতির সদস্য সনাতন ধর্মের (হিন্দু) মালো জেলে সম্প্রদায় মানুষদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। সন্ত্রাসীদের দৌরাত্বো চরম দিন পার করছেন ভুক্তভোগীরা। সোমবার (৫ আগষ্ট) প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যা পর থেকে মাছ লুট অব্যাহত রয়েছে। সমিতির সদস্য ধর্মীয় সংখ্যালঘ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ পাওয়া গেছে তারা এখন পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। চৌগাছার হাকিমপুর তাহেরপুর কপোতক্ষ পদ্ধ জলআশায় সীমান্ত মহেশপুর উপজেলার পাশে মদনপুর গ্রামের ১০০থেকে ৫০ জন ও চৌগাছা উপজেলার ইলেশমারী গ্রামের কিছু লোক মাছ লুট সহ জাল ও নৌকা আগুনদিয়ে পুড়িয়ে দিয়েছে। গার্ড থাকার ঘড়টি পুড়িয়ে দিয়েছে। হাকিমপুর মৎস্য জিবী সমবায় সমিতি লিঃ সভাপতি সুফাল চন্দ্র বিশ্বাসের বিভিন্ন প্রণনাশের হুমকি ও চাঁদা দাবী করেন কথিত উটত কিছু সন্ত্রাসী লোকজন। ভূমি মন্ত্রণালয় থেকে ৩ বছের হিজার নিয়ে হাকিমপুর মৎস্য সমবায় সমিত লিঃ মাছ চাষ করছে। এই বদ্ধ জলাশয় মাছ উপজেলার মাছের জাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ বিক্রয় করে থাকেন। এমন অবস্থায় তাদের বন্ধ জলাশয় মাছ লুট সহ জাল ও নৌকা আগুনদিয়ে পুড়িয়ে দেয়ার কারণে মানবতার জীবনযাপন করছে। ৮ লক্ষাধিক টাকার মাছ লুট সহ জাল ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে৷ এ বিষয় যশোর জেলা প্রশাসক সহ উপজেলা নির্বাহী অফিসাও থানায় লিখিত অভিযোগ দিয়ে দিয়েছেন ভুক্তভোগী হাকিমপুর মৎস্য জিবী সময় সমিতি লিঃ পক্ষে সভাপতি সুফাল চন্দ্র বিশ্বাস সহ সদস্য গণ।

রাতদিন সংবাদ/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর