Friday, December 5, 2025

চৌগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে,মতিন সভাপতি উজ্জ্বল সম্পাদক নির্বাচিত

যশোরের চৌগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা দুটো পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৩ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১১ টি পদে একজন করে প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আলমগীর মতিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক গ্রামের কাগজের শাহানুর আলম উজ্জ্বল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল তিনটায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এসএম হাবিব পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক ও এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম। নির্বাচনে সভাপতি পদে শিহাব উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক পদে খাজা ফজিল আইজ উজ্জ্বল প্রতিদ্বন্দ্বিতা করেন।এছাড়া, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী, সহসভাপতি ওয়ালিউর রহমান, যুগ্ম সম্পাদক এ কে এম আল মামুন শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম, সমাজসেবা ও প্রচার সম্পাদক বাবলুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক খলিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য শিহাব উদ্দিন, খাজা ফজিল আইজ উজ্জ্বল ও রেজাউল করিম সাগর মনোনীত হয়েছেন।নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন, এস আই গিয়াস উদ্দীন, এস আই কুদ্দুস, এস আই নূরনবী, ডিএসবি সদস্য আব্দুস সাত্তার ও খাইরুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, চৌগাছা পৌরসভার সচিব গাজী আবুল কাশেম, আর্স বাংলাদেশের শাখা ব্যবস্থাপক অর্জুন স্বর, পৌর কাউন্সিলর আতিয়ার, আনিছুর রহমান, শাহিনুর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর