আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ সকাল থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে তারা। হত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচি পালনের একপর্যায়ে আন্দোলনকারী সকল সাধারণ শিক্ষার্থীরা যশোর পৌরসভার সামনে জড়ো হয়। এসময় তারা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর শহরের ইদগাহ মোড় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে অগ্রসর হয়।
আন্দোলনকারীরা জানায়, পুলিশ একদফা বাঁধা দিলে তারা পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। এরপর যশোর পুলিশ সুপার কার্যালয়ের সামনে চার রাস্তার মোড়ে মিছিলটি পৌঁছালে পুলিশের একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য ও ডিবি পুলিশের সদস্যরা এলোপাতাড়ি লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষার্থীরা জানিয়েছে, পুলিশের লাঠিচার্জে তাদের ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এর আগে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে রনি, আকাশ, রানা, তৌহিদুল, রিয়াজ ও ইব্রাহিম নামে ৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
রাতদিন সংবাদ/জয়-