Friday, December 5, 2025

যশোরে নতুন করে আরও ৮ জনের করোনা সনাক্ত 

যশোরে নতুন করে আটজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে পরীক্ষা শেষে মঙ্গলবার সকালে এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এ তথ্য জানিয়েছেন। এদিকে এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যবিপ্রবি ল্যাবে এ দিন ঘোষিত ফলাফলে যশোর জেলার মোট ৬৮ জনের নমুনা পরীক্ষা করে আটজনের পজিটিভ ফল পাওয়া গেছে।
এছাড়া মাগুরা জেলার আটজনের নমুনা পরীক্ষা করে এক জনের শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। অর্থাৎ এদিন ল্যাবে দু’জেলার সর্বমোট ৭৬ জনের নমুনা পরীক্ষা করে নয় জনের নমুনা করোনা পজিটিভ এবং ৬৭ জনের নেগেটিভ এসেছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, গত ১০ মার্চ থেকে পহেলা ডিসেম্বর বিকাল পর্যন্ত জেলায় সর্বমোট চার হাজার ৪৩৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে এবং ৫১ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় জেলায় নতুন করে সন্ধেহ ভাজন ৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়েছে।
রাতদিন নিউজ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর